![ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/BPL-champion-Barisal-made-history-2502071639.jpg)
বিপিএলে ২০১৭ খ্রিষ্টাব্দের ফাইনালে ২০৬ রান করেছিল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস ওই রানের ধারে কাছে যেতে পারেনি। ২০১৯ এর আসরে ১৯৯ রান করে ১৭ রানে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তাই জিততে হলে ইতিহাস গড়তে হতো ফরচুন বরিশালের। তাড়া করতে হতো রেকর্ড ১৯৫ রান। ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে বরিশাল ওই রান তুলে ফেলেছে। তামিম ইকবালের নেতৃত্বে টানা দু’বার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলে চিটাগং। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৮ রান করেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। বরিশালের হয়ে বল হাতে ৪ ওভারে ৩৫ রান খরচায় একটি উইকেট নেন এবাদত হোসেন। মোহাম্মদ আলী নেন একটি।
বরিশাল অধিনায়ক তামিমের বোলিং নেয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন চিটাগংয়ের দুই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন। প্রথম ৩ ওভারে ২৩ রান নেওয়া চিটাগং কিংসের রান রেট পরের ওভারে দশে নিয়ে গেলেন পারভেজ হোসেন। বাঁহাতি স্পিনার তানভির হোসেনের বলে এক চার ও দুই ছক্কায় নিলেন ১৮ রান।
কাইল মেয়ার্সের আগের ওভারে পরপর দুই চার মেরে ডালা মেলেন পারভেজ। পরের ওভারে তানভিরের বলে সুইপার কাভার দিয়ে মারেন চার। পঞ্চম বলে স্ট্রাইক ফিরে পেয়ে স্লগ সুইপে ৯৩ মিটার দীর্ঘ ছক্কা মারেন ডিপ মিডউইকেট দিয়ে। পরের বলে লং অফ দিয়ে মারেন আরেকটি। এই দুই ব্যাটারের ব্যাটে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান তোলে চিটাগং।
এরপর ৩০ বলে ফিফটি পূরণ করেন ইমন। বাঁহাতি এই ব্যাটারের পর হাফ সেঞ্চুরি তুলে নেন নাফে। অবশ্য ফিফটি পূরণের পর বেশিক্ষণ টেকেননি এই ব্যাটার। দলীয় ১২১ রানের মাথায় বরিশাল পেসার এবাদত হোসেন বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে খেলেন ৪৪ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংস।
নাফের বিদায়ের পরও চিটাগংয়ের রানের চাকা থেমে থাকেনি। গ্রাহাম ক্লার্ককে সঙ্গী করে ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন ইমন। দলীয় ১৯১ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন ক্লার্ক। ২৩ বলে ৪৪ রান করেন ডাহাতি এই ব্যাটার। শেষমেশ ১৯৪ রানে থামে চিটাগং। প্রথম শিরোপা জয়ের স্বাদ পেতে এবার দায়িত্ব নিতে হবে দলটির বোলারদের।