ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিপিএলে আসা বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বিপিএলে আসা বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএলের একাদশ আসরের। এবারের বিপিএলে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক। সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা করেন ম্যাচ বয়কট।

শুধু তাই নয়, দেশে ফেরার বিমান টিকিটও তারা যথা সময়ে পাননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এতে বিদেশি ক্রিকেটারদের কাছে ক্ষুণ্ন হয়েছে হয়েছে বিপিএলের ভাবমূর্তি। এমন বিব্রত পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আসর থেকে বিপিএলে অংশ নেয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে বিসিবি।

এক বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’

বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। আর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

জনপ্রিয়