![হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/hamza-2502091536.jpg)
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ-২০২৭ এর বাছাইপর্বের মিশন শুরু বাংলাদেশ দলের । মেঘালয়ের শিলংয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
কাবরেরার ৩৮ সদস্যের দলে প্রথমবারের মত জাতীয় দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। এছাড়া ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামও আছেন এ দলে।
শেষ চার দেখায় ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৪ ম্যাচের ভারতের এক জয় ও বাকি তিন ম্যাচ শেষ হয়েছে ড্র তে।
বাংলাদেশের প্রাথমিক দল:
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম,রাব্বি হোসেন রাহুল,শাহরিয়ার ইমন,রফিকুল ইসলাম,মোহাম্মদ ইব্রাহিম,আরিফ হোসেন,আল আমিন,পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম(ইতালি প্রবাসী)।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়,সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ,মোহাম্মদ সোহেল রানা,সোহেল রানা,চন্দন রায়,মজিবর রহমান জনি,শেখ মোরসালিন,জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন,তারিক কাজী,তপু বর্মণ, সাদ উদ্দিন,সুশান্ত ত্রিপুরা,ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।