ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ২৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এছাড়া টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট।  

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকত।

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পাবেন সৈকত। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে আবারও দেখা যাবে তাকে। 

১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৩ এর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর এটি হবে সৈকতের অন্যতম বড় আন্তর্জাতিক আসর।  

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

জনপ্রিয়