ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ: শান্ত

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ: শান্ত

মাশরাফি বিন মর্তুহার নেতৃত্বে ২০১৭ সালে সবশেষ আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

আট বছর পর এবার টুর্নামেন্টটি হতে যাচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির ইভেন্টটিতে বাংলাদেশ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। আট দলের টুর্নামেন্ট কঠিন হলেও বাংলাদেশ অধিনায়ক চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ—এই ৬ ক্রিকেটার বাংলাদেশের দুই চ্যাম্পিয়নস ট্রফির দলেই আছেন। আট বছর আগে বাংলাদেশ যে ভারতের বিপক্ষে সেমিতে হেরে বিদায় নিয়েছিল, এবার তারাই পড়েছে বাংলাদেশের গ্রুপে। ভারতের সঙ্গে থাকছে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ভারত সবশেষ আইসিসির ওয়ানডে সংস্করণের ২০২৩ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। অন্যদিকে পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড এরই মধ্যে ফাইনালের টিকিট কেটেছে।আর পাকিস্তান যে ঘরের মাঠে ওয়ানডেতে কতটা শক্তিশালী, সেটা গত দুই-তিন বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে।

যে গ্রুপে পড়েছেন শান্তরা, সেখান থেকে সেমিফাইনালে ওঠাই তো অনেক কঠিন। তবে বাংলাদেশ অধিনায়ক অনেক আত্মবিশ্বাসী এই টুর্নামেন্ট নিয়ে। মিরপুরে আজ দুপুরে বিসিবির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য আরও বড়। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এটা বলার জন্য বলছি না। সত্যিই বিশ্বাস করি যে আমাদের সেই সামর্থ্য আছে।’

গত পাঁচদিন ধরে টানা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে দুই দফায় ডাবল শিফটে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। বিপিএলে ভালো উইকেটে খেলার অভিজ্ঞতা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাট হাতে রান পেয়েছেন অনেকেই, যা বড় মঞ্চে ভালো করার মানসিক শক্তি জোগাবে।

বোলারদের জন্য অবশ্য চ্যালেঞ্জটা সহজ ছিল না। বিপিএলে উইকেট পাওয়া কঠিন ছিল, কিন্তু সেই অভিজ্ঞতা তাদের আরও পরিণত করেছে। শান্ত বলেন, ‘আমাদের বোলাররা বুঝে গেছে কিভাবে উইকেট তুলতে হয়। তারা জানে কোন পরিস্থিতিতে কেমন বোলিং করতে হবে। ফলে তারা এখন অনেক আত্মবিশ্বাসী। দলের প্রতিটি সদস্য জয়ের জন্য প্রস্তুত।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড-এই তিন দলের কাছেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এবারের চ্যাম্পিয়নস ট্রফি এশিয়ার কন্ডিশনে হলেও সাম্প্রতিক পারফরম্যান্স যে বাংলাদেশের পক্ষে কথা বলছে না। শান্তর মতে টুর্নামেন্টে দারুণ কিছু করতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের যে তিনটি দলের বিপক্ষে খেলতে হবে, তারা সবাই দুর্দান্ত প্রতিপক্ষ। ভালো কিছু করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

জনপ্রিয়