ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই চমক

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই চমক

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। তাই সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ। এ ছাড়া কম্বিনেশনের জন্য বাদ পড়েন গতি তারকা নাহিদ রানা। 

অন্যদিকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য দুই পরিবর্তন এনে কিউইরাও। ড্যারিল মিচেলের বদলে একাদশে সুযোগ পেয়েছে রাচিন রবিন্দ্রা। আর নাথান স্মিথের বদলে খেলছেন কাইল জেমিসন।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবিন্দ্রা, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও'রর্কে।

জনপ্রিয়