ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বার্সা-অ্যাথলেটিকোর গোল ও কামব্যাক থ্রিলার

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বার্সা-অ্যাথলেটিকোর গোল ও কামব্যাক থ্রিলার

বার্সেলোনার মাঠ লুইস কম্পানিসে যেন ফুটবল ম্যাচ নয় মিলল এক থ্রিলার সিরিজের দেখা। যার শুরু ‘চক্ষু চড়কগাছ’ হওয়া ঘটনা দিয়ে। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। প্রথম মিনিটেই গোল অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের। অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ষষ্ঠ মিনিটে অ্যাথলেটিকোর লিড ২-০!

গল্পের কিন্তু ওটা শেষ নয়। কেবল শুরু। কারণ খানিক বাদেই, দুই মিনিটের ব্যবধানে বার্সার জোড়া গোল এবং ম্যাচে সমতা। ১৯ মিনিটে গোল করেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ২১ মিনিটে গোল করেন তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। ম্যাচে ২-২ গোলের সমতা! 

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুই গোলে পিছিয়ে থেকে শুরু করা বার্সেলোনার লিড। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন বার্সার আরেক স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ম্যাচে বার্সা ৩-২ গোলের লিড নিয়ে শেষ করে প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল করেন বার্সার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। ম্যাচে বার্সা ২-০ গোলে পিছিয়ে থেকে শুরু করে ৪-২ গোলের লিডে পৌঁছে যায়! 

বার্সার নামের পাশে তখন দুর্দান্ত এক কামব্যাকের গল্প লেখার অপেক্ষা। ৪-২ গোলের লিড নেওয়ার পর ম্যাচ ওখানেই শেষ ধরে নেওয়া স্বাভাবিক। তাও আবার ম্যাচটা বার্সার ঘরের মাঠে। কিন্তু থ্রিলার ম্যাচে কামব্যাকের গল্প লিখেছে ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৮৪ মিনিটে মার্কোস লরিয়েন্তে গোল করে ব্যবধান ৪-৩ করে ফেলেন। যোগ করা সময়ে নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সরলর্থ ম্যাচ ৪-৪ গোলের সমতায় শেষ করেন। 

প্রথম লেগে থ্রিলার কোন সিনেমার যেন দুই কিস্তি শেষ হলো। এখন সিকুয়েল আনার অপেক্ষা। গল্পের শেষ টানার অপেক্ষা। কামব্যাক থ্রিলারের যে সিকুয়েল ম্যাচ মঞ্চস্থ হবে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয়। ম্যাচটি হবে ৩ এপ্রিল। গল্পের পট প্রস্তুতের জন্য পাওয়া যাচ্ছে বেশ সময়।

জনপ্রিয়