
ক্রিকেটে সময়টা কঠিন যাচ্ছে দেশের অলরাউন্ডার তারকা সাকিব আল হাসানের। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারায় মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। এমনকি দেশের হয়ে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু এবার জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বকেয়া পারিশ্রমিক বুঝে পানি নি তিনি।
খেলোয়াড়দের বেতন বৃদ্ধি ও কেন্দ্রীয় চুক্তি নবায়নের ব্যাপারে গতকাল সোমবার বোর্ড সভা ডেকেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ১৮তম বোর্ড সভায় ঘুরেফিরে উঠে আসে সাকিব আল হাসানের নাম। গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। তবে আগস্টের পর মাঠে নামতে পারেন নি সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের সংসদ সদস্য সাকিব।
মাঠে নামতে না পারার পাশাপাশি হত্যা মামলার কারণে দেশের গোয়েন্দা সংস্থা জব্দ করেছে সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট। আর তাতেই বাধে বিপত্তি। গেল বছরের শেষ চার মাসের মোট ৪৮ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া আছে বিসিবির কাছে। বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানান,‘এটা সত্য যে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের শেষ চার মাসের বেতন বকেয়া আছে’।
অবশ্য বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা না খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’
২০২৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে বিসিবির সর্বশেষ মিটিংয়ে লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের পাশাপাশি তিন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাকিব।