ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অবসর ভেঙে ভারতীর দলে সুনীল ছেত্রী

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ৭ মার্চ ২০২৫

সর্বশেষ

অবসর ভেঙে ভারতীর দলে সুনীল ছেত্রী

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাইপর্ব খেলবে ভারত। সিলংয়ের ওই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী।

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দেওয়া হামজা খেললে লাল-সবুজের শক্তি অনেকটাই বেড়ে যাবে। কারণ বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজা। 

যে কারণে ভারতের ৪০ বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর বাংলাদেশের মুখোমুখি হবে। ওই ম্যাচের জন্য ভারতের ঘোষিত ২৬ জনের দলে আছেন সুনীল। 

সুনীল ছেত্রী গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। ভারতের হয়ে ৯৪ গোল করেছেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এএফপি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে সুনীলকে দলে ফেরানো হয়েছে। 

ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছে, ‘এশিয়ান কাপের বাছাইপর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এবং ওই টুর্নামেন্টের যেতে যেসব ম্যাচ খেলতে হবে তা বিবেচনা করে সুনীল ছেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন, এরপরই তাকে দলে যুক্ত করা হয়েছে।’

ভারত ম্যাচের জন্য বাংলাদেশের এবারের দলটা শক্তিশালীই মনে হচ্ছে। অভিজ্ঞ জামাল ভূঁইয়া দলে আছেন। হামজার সঙ্গে আছেন আরও দুই প্রবাসী তারেক কাজী ও ইতালির লিগে খেলা ফাহমেদুল। রাকিব-মোরসালিনরা তাদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

জনপ্রিয়