ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:৪৮, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৩৩, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে একদিনের আন্তর্জাতিকে সব টস হেরেছেন রোহিত। প্রতি ম্যাচের মত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও টস হেরেছেন তিনি। ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মহারণ। এই ম্যাচেই টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারত চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে, অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য কিউইদের।

এদিকে ফাইনালের আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না।হেনরি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তার জায়গায় আরেক পেসারকে নাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। সেমির একাদশেই ফাইনাল খেলবে ভারত।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

জনপ্রিয়