ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মারা গেছেন অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

মারা গেছেন অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি

না ফেরার দেশে পাড়িয়ে জমিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে আবিদের বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৬৭ থেকে ১৯৭৪ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আবিদ। সাবেক এই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করে নর্থ আমেরিকা ক্রিকেট লিগের পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে।

কিংবদন্তি ভারতীয় অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, এমএল জয়সীমা এবং আব্বাস আলি বেগের সমসাময়িক ছিলেন আবিদ। হায়দারাবাদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন। ১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল।

আবিদের মৃত্যুতে শোকস্তব্ধ কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘অলরাউন্ডার হিসাবে দলে নির্বাচিত হলেও দলের প্রয়োজনে ওপেনিংও করেছে। আর ওর ফিল্ডিং ছিল অনবদ্য। অভাবনীয় সব ক্যাচ তালুবন্দি করেছে আবিদ।’

গাভাস্কার আরও বলেন, ‘নতুন বলে বোলিং করতে এসে অভাবনীয় রেকর্ড গড়েছিল আবিদ। টেস্ট ম্যাচে বল করতে এসে প্রথম দু’টি বলেই উইকেট দখল করার বিরল কৃতিত্ব গড়েছিল। আমরা স্মৃতি যদি খুব ভুল না করে, এই ঘটনা ও দু’বার ঘটিয়েছিল।’ 

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১২টি ম্যাচ খেলেছিলেন আবিদ আলী। ১৩টি সেঞ্চুরি, ৩১টি ফিফটিতে তার সংগ্রহে রয়েছে ৮৭৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯৭টি উইকেট রয়েছে প্রয়াত এই অলরাউন্ডারের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান আবিদ। ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। সেখানে ক্রিকেটের প্রসারের জন্য কাজও করেছেন। 

জনপ্রিয়