
গত সোমবার ছিল সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। সাকিবের এই বিশেষ দিনেই দেশের ক্রিকেটের আরেক বড় তারকা তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হন।
বর্তমানে গাজীপুরের কেপিজে হাসাপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তামিম। তাঁর হার্টে ব্লক পাওয়ায় রিংও পড়ানো হয়েছে।
এমন উদ্বেগে ভাসানো ঘটনায় সমর্থক থেকে শুরু করে দেশি-বিদেশি ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তামিমের সুস্থতা কামনা করছেন। অনেকে হাসপাতালে তামিমকে দেখতেও গিয়েছেন। কিন্তু দেশের বাইরে থাকায় সে সুযোগ নেই সাকিব আল হাসানের।
তবে সরাসরি না আসতে পারলেও সতীর্থের সুস্থতা কামনা করতে ভোলেননি সাকিব। প্রথমে দেশীয় একটি গণমাধ্যমে ভিডিওবার্তায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে পোস্ট করেছেন সাকিব। সেখানে বাঁহাতি ওপেনারকে ভাই উল্লেখ করে সাকিব জানিয়েছেন, তামিমের জন্য দোয়াই হবে তাঁর জন্মদিনের সেরা উপহার।
ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সব সময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
এরপর তামিমের নিয়ে বাঁহাতি এ অলরাউন্ডার লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশা আল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’
তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব আরও লিখেছেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’
পোস্টের নিচে হ্যাশট্যাগে ‘গেটওয়েলসুনতামিম’ জুড়ে দিয়েছেন সাকিব। এ পোস্টের কিছু সময় আগে দেশীয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম বিডি ক্রিকটাইমের সঙ্গে এক ভিডিওবার্তায় তামিমের সুস্থতা কামনা করে সাকিব বলেছেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। কঠিন সময়টা যাতে পার হয়ে যেতে পারে।’