ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

‘কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট’, তামিমের পোস্ট

জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল গতকাল (সোমবার) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে তার হার্টে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, তামিম আপাতত শঙ্কামুক্ত। 

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তামিম মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, কিছু ঘটনা মনে করিয়ে দেয় জীবন কত ছোট। তিনি তার সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিপদের সময় যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

ফেসবুকে তামিম পোস্ট করেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।
 
হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে, কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? 

আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’
 

জনপ্রিয়