ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাফের নতুন সাধারণ সম্পাদক ক্যাটেল

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৪৬, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

সাফের নতুন সাধারণ সম্পাদক ক্যাটেল

সাফ ফুটবলে দীর্ঘ ১ দশক ধরে সাধারণ সম্পাদকের পদে ছিলেন বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল। কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এবার তার বদলে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই দায়িত্বে আসছেন নেপালের ফুটবল সংগঠক পুরুষোত্তম ক্যাটেল। 

দাপ্তরিক কাজে দক্ষণ পুরুষোত্তম ক্যাটেল চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ শুরু করবেন। ক্যাটেল পেশাগত জীবনের শুরুতে ক্রীড়া সাংবাদিক ছিলেন। পরবর্তীতে তিনি ফুটবল প্রশাসনে কাজ করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনে গভর্নরস বিভাগে এক যুগের বেশি সময় কাজ করেছেন। এএফসি থেকে তিনি এখন সাফের সাধারণ সম্পাদকের পদে যোগ দিচ্ছেন।

সাফ ফুটবলের দায়িত্বে আসার পর ক্যাটেল বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে SAFF-এ সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিচ্ছি। এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং একটি চ্যালেঞ্জও। আমি আমার ফুটবল ক্যারিয়ার শুরু করার পর থেকেই দক্ষিণ এশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এই অঞ্চলটি একটি চ্যালেঞ্জিং অঞ্চল, তবে একই সাথে এটি একটি উন্নয়নশীল অঞ্চল এবং এখানে অনেক সুযোগ রয়েছে এবং আমি নিশ্চিত যে এই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল।’ 

‘আমি ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নির্বাহী কমিটির সদস্যদের ধন্যবাদ জানাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’ 

নেপালের নাগরিক পুরুষোত্তম ক্যাটেলের ফুটবল অভিজ্ঞতা নেহাত কম নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এশিয়ার বিভিন্ন পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং পরিচালনা করেছেন বিগত দিনগুলোতে।

জনপ্রিয়