ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকায় ফিরলো বাংলাদেশ দল

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

ঢাকায় ফিরলো বাংলাদেশ দল

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল আজ (বুধবার) বিকেলে ঢাকায় পৌঁছেছে। সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান জামাল-হামজারা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর গতকাল বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে। জাতীয় দলের দায়িত্ব শেষে ফুটবলাররা এখন যার যার ক্লাবে ফিরবেন। একইভাবে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন হামজা। পরবর্তীতে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।

অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, আবার অনেকে ঈদের ছুটি কাটাতে সরাসরি বাড়িতে যাবেন। ভারত ম্যাচের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত ছিল ঘরোয়া ফুটবল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

জনপ্রিয়