ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘বিশ্বকাপ নিয়ে মেসিকে পাগল করে তুলবেন না’

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৪১, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৩:২০, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ

‘বিশ্বকাপ নিয়ে মেসিকে পাগল করে তুলবেন না’

৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারও পূর্ণতা পেয়েছে।

৩৭ বছর বয়সী মেসি এখনো খেলে যাচ্ছেন। তবে আগামী বিশ্বকাপে তিনি খেলবেন কিনা- তা নিয়ে নিয়মিতই চর্চা হয়। এই চর্চা এবার বন্ধ করতে বললেন লিওনেল স্কালোনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

চোটের কারণে অধিনায়ক ছাড়াও এই ম্যাচে ছিলেন না লাউতারো মার্তিনেস, পাউলো দিবালার মতো তারকারা। তবে মেসি থাকলে দল যে আরও অনেক বেশি উজ্জীবিত ও শক্তিশালী হয়ে ওঠে। তাই তার বিশ্বকাপ খেলা নিয়ে এত গুঞ্জন।

বিষয়টি নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা দেখব কী হয়… এখনও অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। নইলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে।

আমাদের উচিত এখানেই থেমে যাওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় এলে তখন দেখা যাবে। সে কী চায় সেটা নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা নিয়ে পাগল করে তুলবেন না।’

জনপ্রিয়