ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:০১, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ

আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী

গেল ১৭ মার্চ দেশে পা রাখার পর থেকে যে উৎসবমুখর আমেজ নেমেছিল দেশের ক্রীড়াপ্রেমীদের মনে আজ তার ইতি ঘটবে।

কারণ আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তাতে করে তার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হবে।

পরবর্তীতে ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার। 

মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল।

পরে বিকালে ঢাকা পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটি কাটাতে বাড়িতে। 

আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড।

পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।

জনপ্রিয়