
উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকার এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে তামিম ইকবালকে। সেখানে তার চিকিৎসার দায়িত্বে থাকা একজন জানান, শরীরের এমন অবস্থার মধ্যেই ধূমপান করতে চাচ্ছেন তামিম।
বৃহস্পতিবার তামিম ইকবালের শরীরের রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘তিনি একজন ধূমপায়ী। তার ধূমপান ছাড়তে হবে। স্মোকিংটা তিনি (তামিম) হুট করে ছাড়তে পারবেন না। প্রথমে তিনি বলেন যে ছাড়তেই পারবেন না।’
পরে দেশসেরা এই ওপেনার ভেপ নিতে চাইলে সে ব্যাপারেও সম্মতি জানায়নি চিকিৎসকরা। এর পরিবর্তে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম দেয়ার পর তিনি সেটি গ্রহণ করেন। এরপর দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘সে সিগারেট খেতে চাচ্ছে কিন্তু আমরা এলাউ করছি না।’
হৃদরোগে আক্রান্ত তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে স্থানান্তর করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক বিপদ কেটে যাওয়ার পর সুস্থ হয়ে উঠছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এখন উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশে নেয়ার চেষ্টা করা হচ্ছে।