ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন নাসির

খেলা

আমাদের বার্তা

প্রকাশিত: ১৮:১৭, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরলেন নাসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত শর্তাবলি সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে ফের ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে সোমবার (৭ এপ্রিল) প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামেন নাসির।

২০২১ খ্রিষ্টাব্দে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। এর সঙ্গে ছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।

নাসিরকে নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুর্নীতিবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়ার বাধ্যবাধকতা পূরণসহ সব ধরনের শর্ত পূরণ করেই ক্রিকেটে ফিরেছেন নাসির। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। এ কারণেই ২০২৫ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির।

২০১১ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দের মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন নাসির। টেস্টে ১০৪৪ রান ও ৮ উইকেট, ওয়ানডেতে ১২৮১ রান ও ২৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৭০ রান ও ৭ উইকেট শিকার করেন তিনি।

২০১৮ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন নাসির।

জনপ্রিয়