ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৭, ৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়লেন রিশাদ হোসেন ও লিটন দাস।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। আর  মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেছেন লিটন দাস। নাহিদ রানা অবশ্য এখনই যাচ্ছেন না সেখানে।

পিএসএলের দশম আসরে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন লিটন। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশাওয়ার জালমি নিয়েছে পেসার নাহিদ রানাকে। 

লিটন ও রিশাদ পুরো আসরের জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ফলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাদের সার্ভিস পাবে না জাতীয় দল। তবে নাহিদ রানাকে পুরো আসরের জন্য ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই পিএসএল খেলতে রওনা হতে পারবেন নাহিদ। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

উল্লেখ্য, ১১ এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের এবারের আসরের। ৬ দলের এই আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চার ভেন্যু লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডিতে হবে সবগুলো ম্যাচ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।

জনপ্রিয়