ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:১০, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৫, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় মুখোমুখি হবে দু’দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। ২০২৫/২৭ টেস্ট সাইকেল শুরু করার আগে মোক্ষম প্রস্তুতির শেষ সুযোগ। টস জিতে টাইগার অধিনায়ক শান্তের মুখেও সে কথা।

গেল কয়েকদিন ধরেই মুখ গোমরা সিলেটের আকাশ। টস এর সময়েও তাই আলোচনায় বৃষ্টি। শঙ্কার মধ্যেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তাতে অবশ্য বিচলিত নন তিনি। প্রথমে ব্যাট করার জন্য উইকেট যথেষ্ট ভালোই মনে করছেন তিনি।

অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল একযুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে।
 টেস্টে দু'দলের এর আগের ১৮ সাক্ষাতে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

 বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রাইয়ান বেন্নেট, নিকোলাস ওয়েখ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিআওচি।

জনপ্রিয়