ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংবাদ সম্মেলন করতে মিরপুরে তামিম ইকবাল

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সংবাদ সম্মেলন করতে মিরপুরে তামিম ইকবাল

শুক্রবার সকালে ক্রীড়াঙ্গনে তেমন ব্যস্ততা নেই। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বেও আজ বিরতি। তবে এর মধ্যেই মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা। সকাল সকাল হাজির তামিম ইকবাল।

তামিমের আগে মিরপুরে প্রবেশ করতে দেখা যায় প্রিমিয়ার লিগে মোহামেডানের নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয়কে। এ ছাড়া দলটির অন্যান্য ক্রিকেটাররাও থাকবেন বলে জানা গেছে। 

শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার।

ঘটনার সূত্রপাত গেল ১২ এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহিদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল।

পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসে। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমে ছিলেন হৃদয়।

মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন।

এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এরপর বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। যার ফলে মোহামেডান অধিনায়ক হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন সিসিডিএমের আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম।

যার ফলে আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না হৃদয়। এর মধ্যেই মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তামিম।

জনপ্রিয়