ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ওমানের কাছে হার, হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০০, ২৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ওমানের কাছে হার, হকির এশিয়া কাপে নেই বাংলাদেশ

গত চার আসরে তিনবারই বাংলাদেশের কাছে ফাইনাল হেরে স্বপ্ন ভাঙা ওমান এবার হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। আজ এএইচএফ কাপের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে ওমান। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার মুকুট হারানোর সঙ্গে এ বছর ভারতে হতে যাওয়া এশিয়া কাপে খেলার সুযোগও হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের সেরা দুই দল কাটবে এশিয়া কাপের টিকিট।

টানা চার ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় খেলতে নামে বাংলাদেশ। তবে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে মামুন উর রশিদের দল। প্রথম কোয়ার্টারে অবশ্য পেনাল্টি কর্নারে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। পরের কোয়ার্টারে ওমানের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ।

২৪ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নারে এগিয়ে নেন দলকে। এরপর দ্রুত ছন্দ হারিয়ে দুই গোল হজম করে বাংলাদেশ। আল ফাজারি রাশিদ সমতা ফেরানোর পর ওমানকে ফিল্ড গোলে এগিয়ে নেন আল ফাহাদ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে আল আলিয়াস আলতো টোকায় ওমানকে আরও এগিয়ে দেন।

একটু পরই ওবায়দুল হোসেন জাল খুঁজে নিলে ম্যাচ জমে ওঠে। কোয়ার্টারের শেষ দিকে আল ফারাজির গোলে বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে যায়। খেলায় ফিরতে শেষ কোয়ার্টারে দুই গোল প্রয়োজন হলেও সোহানুরের পেনাল্টি স্ট্রোক ব্যবধান কমালেও বাংলাদেশের আর ম্যাচে ফেরা হয়নি। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

জনপ্রিয়