ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ।

এই লড়াইয়ে টস ভাগ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশে ছিল না। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে চায় সফরকারীরা।

আজ তানজিম হাসান সাকিবের টেস্ট অভিষেক হয়ে গেলো। সকালেই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমের হাত থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন তরুণ এই পেসার।

দেশের হয়ে এর আগে ১০টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন তানজিম। তবে লাল বলের অভিজ্ঞতা নিয়ে এবারই প্রথমবার টেস্ট মঞ্চে পা রাখছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

সিলেট টেস্টে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হেরে যাওয়া বাংলাদেশ দল চট্টগ্রামে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে। সিরিজে হার এড়াতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের সামনে।

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের সহায়ক হলেও দিনের শেষভাগে স্পিনাররা সুবিধা করতে পারেন-এমনটাই ধারণা।

নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন। এই সুযোগে টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়লেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ।

একাদশেও সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। আছেন অফ স্পিনার নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।

জনপ্রিয়