ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন দাস

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২৭ মার্চ ২০২৩

সর্বশেষ

আইপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন দাস

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঝোড়ো এক ইনিংস খেলে সবার নজর কেড়েছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষে সেই ইনিংসই বদলে দিয়েছে দৃশ্যপট। আইপিএল কর্তাদের নজর কাড়েন লিটন। আসরটিতে লিটনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম আসর। তবে বাংলাদেশের সিরিজ চলমান থাকায় ৮ এপ্রিলের আগে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে সংশয়। তাতে সিরিজ শেষে আইপিএলে যোগ দিতে পারেন লিটন।

এদিকে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে লিটন বলেছেন, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিতে ডাক পাওয়া ও খেলতে পারাটা ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

লিটন বলেন, ‘আইপিএলে খেলতে পারা আমার ক্যারিয়ারের জন্য খুবই দারুণ অভিজ্ঞতা। আশা করছি এটি দুর্দান্ত এক অনুভূতি দেবে। একজন বাঙালি হয়ে কলকাতার হয়ে খেলব, এর চেয়ে বড় আর কী হতে পারে?’

লিটন বাদেও কলকাতায় ডাক পেয়েছেন সাকিব আল হাসান। সে বিষয়ে লিটন বলেন, ‘সাকিব ভাই রয়েছেন একই দলে। আমার মনে হয়, একসঙ্গে খেলে আমরা ভালো কিছু দিতে পারব কেকেআরকে। কেকেআরে বাংলা ভাষাভাষী মানুষ থাকায় আমাদের যোগাযোগ খুব সহজ হবে।’

আইপিএলে খেলার সুযোগ পেলে সেটিকে ভবিষ্যতে কাজে লাগাতে চান লিটন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয়টি হলো, আইপিএলে আমরা বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পাব। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আইপিএলে খেলার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু উপহার দিতে পারব।’

তবে বোর্ডের অনুমতি পেয়ে কবে আইপিএল রাঙাতে পারবেন লিটন, সেটি এখন সময়ের অপেক্ষা।

জনপ্রিয়