ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হা*মলা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১৮ জুলাই ২০২৪

সর্বশেষ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হা*মলা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে ম্যাথিউ মিলার বলেন, ‌‌‘আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র। রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাস ও ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়গুলোর ওপর নজর রাখা হচ্ছে।’

এই মার্কিন মুখপাত্র জানান, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে সরাসরি কোনো কথা বলা যাবে না।

মিলার বলেন, ‘বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে। আন্দোলনে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন। আন্দোলনে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে।’

তিনি বলেন, ‘এই বিষয়ে (ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করা) আমি নির্দিষ্ট করে কোনো কথা বলব না। শুধু বলব, বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে সহিংসতা হচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজরে রাখছে।’

প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানিয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতিও আহ্বান জানাই।’
 

জনপ্রিয়