ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে কোপ দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৫ জুলাই ২০২৪

সর্বশেষ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে কোপ দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা

মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এক ছাত্রীকে ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা হয়েছে। ছাত্রীকে কোপ মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যুবক সেখানকার প্রাক্তনী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে বৃহস্পতিবার ক্লাস চলছিলো। তখনই সেখানকার করিডোরে আচমকা ওই ছাত্রীকে অভিযুক্ত ছাত্র কোপ মারেন বলে অভিযোগ। আক্রান্ত ছাত্রী গণিত বিভাগের। অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পড়াশোনা করতেন। বিশ্ববিদ্যালয়ের করিডোরে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী দাবি করেছেন, বৃহস্পতিবার গণিত বিভাগে পরীক্ষা চলছিলো। তখনই এই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, আক্রান্ত ছাত্রী অসম থেকে এসেছিলেন। ছাত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লতিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ের কাছেই ছিলেন। তার কথায়, ‘চিৎকার শুনতে পেলাম।

আমরা একসঙ্গে অনেকেই ছুটে গিয়ে দেখি ছেলেটি মেয়েটির উপর বসে কোপ দিচ্ছেন। সেই সঙ্গে নিজের গলাতেও কোপ বসাচ্ছেন। আমরা বার বার ছাড়তে বলি। কিন্তু ছেলেটির হাতে ছুরি থাকায় এগোতে পারিনি আমরা।’ লতিফুল জানিয়েছেন, এর পর এক জন ওই বিল্ডিংয়ের অন্য গেট দিয়ে বাঁশ হাতে ঢোকেন। তার পর দূর থেকেই ছেলেটিকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। লতিফুলের কথায়, ‘মার খেয়ে ছেলেটি মেয়েটিকে ছেড়ে দোতলায় চলে যান। সেখানে নিজেকে আবার কোপ দেন।’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল দলের সদস্য সুমিতা সরকার। তিনি বলেন, ‘খবর পেয়ে এসে দেখি, ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তার গলায় তুলো চেপে ধরে রক্ত বন্ধের চেষ্টা করি। এর পর নিজের ওড়না ছেলেটির গলায় বেঁধে দিয়েছি, যাতে রক্ত বন্ধ হয়।’ এর পরেই দু’জনকে হাসপাতালে পাঠানো হয়। সুমিতা জানিয়েছেন, তিনি সঙ্গে যেতে পারেননি। তার কথায়, ‘অন্য কেউ অসুস্থ হলে, কী হবে? তাই যেতে পারিনি।’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) তথা ডেভলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার হাতে একটি ছুরি ছিল বলে শোনা গিয়েছে। রাজীব আরো জানিয়েছেন, যাকে কোপানোর অভিযোগ উঠেছে, তিনি এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আক্রান্ত ছাত্রী সম্ভবত গণিত বিভাগের।

কী ভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর উপর হামলা চালানো হল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়টিও প্রশ্নের মুখে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব বলেন, ‘আক্রান্ত ছাত্রী এবং অভিযুক্ত ছাত্র, দু’জনেই আমাদের বিশ্ববিদ্যালয়ের। এখন কী ভাবে ওদের জীবন বাঁচানো যায়, সেই বিষয়টাই দেখছি। উপাচার্যও এই বিষয়টি দেখছেন। হঠাৎ করে এই কাণ্ড ঘটে গিয়েছে। আগে দু’জনের জীবনসংশয় কাটুক। তার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সূত্র: আনন্দবাজার
 

জনপ্রিয়