ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

অলিম্পিকের প্রথম দুটি স্বর্ণ পদক চীনের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ জুলাই ২০২৪

সর্বশেষ

অলিম্পিকের প্রথম দুটি স্বর্ণ পদক চীনের

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। একই সঙ্গে শুরু হয়েছে পদকের লড়াইও। চলমান অলিম্পিকের প্রথম দুইটি স্বর্ণ পদক নিজেদের করে নিয়েছে চীন। 

দুর্দান্ত লড়াইয়ের পর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে স্বর্ণ জিতেছে চীন। দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম স্বর্ণ চীনের। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সোনা নিজেদের করে নেয় চীন। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের।

উল্লেখ্য, সিন নদীতে হয়েছে প্যারিস অলিম্পিকের বৃষ্টিস্নাত উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি রাঙিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।

জনপ্রিয়