ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এবার হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

এবার হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ৬০ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের নির্বাচনে হেরে গেলে আর কখনো নির্বাচন করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রোববার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ দুইবার ক্ষমতায় বসতে পারেন, তবে অংশ নিতে পারেন অসংখ্যবার।

প্রকাশিত সেই সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কি না? জবাবে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হবো।

নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকবে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত সবশেষ নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তোলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেন তিনি। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন। ২০১৬ খ্রিষ্টাব্দের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মসনদে বসেছিলেন ট্রাম্প।

জনপ্রিয়