ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে ২০০ হাতি জবাই করবে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে ২০০ হাতি জবাই করবে জিম্বাবুয়ে

জিম্বাবুয়েতে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য ২০০ হাতি হত্যার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১৯৮৮ খ্রিষ্টাব্দের পর প্রথমবারের মতো এভাবে হাতি জবাইয়ের পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেওয়ার জন্য ২০০টি হাতি জবাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। মানুষকে খাওয়ানোর জন্য ১৯৮৮ খ্রিষ্টাব্দের পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নেয়া হলো।

কয়েক দশকের মধ্যে তীব্র খরার মুখোমুখি হয়েছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। পানির সংকটে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চলতি মাসের শুরুতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে হাতি, জলহস্তি, জেব্রাসহ ৭ শতাধিক প্রাণী জবাইয়ের ঘোষণা দেয় নামিবিয়া। এবার একইরকম পরিকল্পনা হাতে নিয়েছে জিম্বাবুয়ে। 

জিম্বাবুয়েতে মোট হাতির সংখ্যা ৮৪ হাজার। বিশ্বে হাতির সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাতিগুলোকে জবাইয়ের মাধ্যমে ক্ষুধার্তদের খাওয়ানোর পাশাপাশি দেশটিতে হাতির সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয়