ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সৌদির এমবিসি চ্যানেলের লাইসেন্স বাতিল করল ইরাক

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সৌদির এমবিসি চ্যানেলের লাইসেন্স বাতিল করল ইরাক

মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সকে সন্ত্রাসী আখ্যা দেয়ায় বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)-এর লাইসেন্স বাতিল করেছে ইরাক।

টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে বিক্ষুব্ধ শত শত জনতার হামলার পর চ্যানেলটির ইরাকে প্রদর্শনের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিল দেশটির সরকার।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্থানীয় সময় শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে ৪শ’ থেকে ৫শ’ মানুষ হামলা চালায়।
এ সময় উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুর ও নষ্ট করে এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।

জনপ্রিয়