ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিমান হামলার প্রতিক্রিয়ায় যা বললেন খামেনি

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

বিমান হামলার প্রতিক্রিয়ায় যা বললেন খামেনি

ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাব কীভাবে দেয়া হবে তা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।রোববার (২৭ অক্টোবর) দেশটির সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে। আয়াতুল্লাহআলী খামেনি বলেন, 

দুদিন আগে জায়নবাদী সরকার (ইসরাইল) যে খারাপ কাজটি করেছে, তা কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়, আবার অতিরঞ্জিতও করা ঠিক হবে না।
চলতি মাসের শুরুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে চার ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
 
ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইরানে চালানো ইসরাইলি হামলায় চারজন সেনা নিহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা শনিবার (২৬ অক্টোবর) ভোরে তেহরান এবং পশ্চিম ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের নিজেদের রক্ষার অধিকার রয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় তাদের দায়িত্ব রয়েছে-তা তারা স্বীকার করে।

হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তাতে কিছু জায়গায় ‘খুব সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইসরাইলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
 

জনপ্রিয়