ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সার্বিয়ায় রেল স্টেশনের প্রবেশপথের ছাউনি ধসে নি*হত ১৪

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৯, ২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সার্বিয়ায় রেল স্টেশনের প্রবেশপথের ছাউনি ধসে নি*হত ১৪

সার্বিয়ার উত্তরাঞ্চলীয় নভি সাদ শহরের একটি রেলস্টেশনের প্রবেশপথের কংক্রিটের ছাউনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুটিচ জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সী এক বালিকা রয়েছে।

রেডিও টেলিভিশন অব সার্বিয়া (আরটিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে স্টেশনের বাইরের অংশের ৩৫ মিটার দীর্ঘ ছাউনিটি ধসে পড়ে, লোকজন তখন সেখানে বেঞ্চে বসে ছিলেন।

সার্বিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর নভি সাদ রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বিবিসি জানায়, এ ঘটনায় আহত তিনজনকে ভোইভোদিনা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীকে ছাউনিটি ধসে পড়ার কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এই দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মেডিকেল সেন্টারটির প্রধান ভেসনা তুরকুলভ।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভুটিচ বলেছেন, এ ঘটনায় নিহতের সংখ্যা ১৪ জনের আর বেশি হবে না বলে আশা করছেন তিনি।

নিহতদের পাঁচজনের পরিচয় তখনো শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি বাকরুদ্ধ। কিছু বলা কঠিন। সার্বিয়ার প্রেসিডেন্ট হিসাবে আমি আশ্বাস দিচ্ছি, এই ঘটনার পিছনে দায়ী সবার শাস্তি নিশ্চিত করা হবে।”

সারা দেশ থেকে আসা প্রায় ৮০ জন উদ্ধারকারী তল্লাশি ও উদ্ধার কাজ চালাচ্ছিলেন। ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ও বুলডোজার ব্যবহার করছেন তারা।

এর রেলস্টেশন ভবনটি ২০২১ খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়েছিল। চলতি বছরের ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে আবারও কিছুটা সংস্কার করা হয়েছিল। কিন্তু বাইরের ছাউনিটি আর পুননির্মাণ করা হয়নি, যা ১৯৬৪ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল।

দেশটির সরকার এ ঘটনায় নিহতদের স্মরণে শনিবার এক দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে

জনপ্রিয়