ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রাম্পের জয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৫:৪৩, ৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ট্রাম্পের জয়ে ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর পরই ভারতীয় রুপির দরপতন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্নে নেমেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিনের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ৫ পয়সা বেড়ে ৮৪ দশমিক ৩৭ রুপি গিয়ে ঠেকেছে। খবর এনডিটিভির।

বুধবার ট্রাম্পের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমে যায়; যা তার আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিল করার প্রতিশ্রুতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। ফলে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়ে যেতে পারে। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর পরই ভারতীয় রুপির দরপতন শুরু হয়। বুধবার ট্রাম্পের জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ১ ডলারের বিপরীতে রুপির দাম ৮৪ দশমিক ২৯ পয়সায় নেমে যায়; যা তার আগের দিন ছিল ৮৪ দশমিক ২৮।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে কর হ্রাস ও নিয়ন্ত্রণ শিথিল করার প্রতিশ্রুতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়তে পারে। ফলে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়ে যেতে পারে। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ইউরো ও এশিয়ান মুদ্রার ওপর।

জনপ্রিয়