ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অগ্নুৎপাতের কারণে বালি-অস্ট্রেলিয়ার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:৪১, ১৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অগ্নুৎপাতের কারণে বালি-অস্ট্রেলিয়ার ফ্লাইট বাতিল

ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপের কাছে মাউন্ট লিওতাইবি লাকি লাকি আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাতের কারণে বালি ও অস্ট্রেলিয়ার মধ্যে চলাচলকারী বিভিন্ন ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

বুধবার ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট লিওতাইবি লাকি লাকি অগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাইয়ের ধোঁয়া ৯ কিলোমিটার (৬.২ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়লে সেখানকার পরিবেশ বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। সে কারণে বালি ও অস্ট্রেলিয়ার মধ্যে চলাচলকারী বিভিন্ন উড়োজাহাজ সংস্থার সব ফ্লাইট বুধবার ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সপ্তাহখানেক আগে এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হলে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

যেসব উড়োজাহাজ সংস্থার ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো কুয়ানটাস, জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়া।

এসব সংস্থার পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়েছে, বুধবারের ভয়াবহ অগ্নুৎপাতের কারণে ফ্লাইট চলাচল অত্যন্ত বিপজ্জনক হওয়ায় তা বন্ধ রাখা হচ্ছে।

২০২৩ খ্রিষ্টাব্দে মাউন্ট লিওতাইবি লাকি লাকি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হলে ৬শ কিলোমিটার দূরের শহর লাবুয়ান শহরের একটি জ্যাজ উৎসব নিরাপত্তাহীনতার কারণে বাতিল করা হয়।

জনপ্রিয়