ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মন্ত্রণালয়ের দূত ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কাজ করবে একসঙ্গে

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:০২, ১৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ

মন্ত্রণালয়ের দূত ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কাজ করবে একসঙ্গে

যুক্তরাজ্য সরকারের সহায়তা প্যাকেজে একসঙ্গে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তারা জানিয়েছে, মন্ত্রণালয়ের দূত ও কাউন্সিল একসঙ্গে কাজ করবে। তাছাড়া মেয়র ও কাউন্সিলের সব ক্ষমতা যথারীতি বজায় থাকবে।

যুক্তরাজ্য সরকারের বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্টে কাউন্সিলের যে কাজগুলোর প্রশংসা করা হয়েছে সেগুলো হচ্ছে– কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা; আর্থিক স্থিতিশীলতা অর্জন; বেশির ভাগ সার্ভিস সন্তোষজনক এবং যেখানে দুর্বলতা দেখা দিয়েছে সেখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সরকারের বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্ট সম্পর্কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমে পাঠানো বিবরণীতে বলেছেন, ‘আমাদের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় সরকারের সঙ্গে কাজ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরকারের সঙ্গে একটি সহায়তা প্যাকেজে একসঙ্গে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই, যেখানে কাউন্সিল তার সব ক্ষমতা সংরক্ষণ করবে।’

উল্লেখ্য, সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উন্নতিগুলোর প্রশংসা করেছে। মন্ত্রণালয়ের দূত উন্নয়নের ক্ষেত্রগুলোতে কাউন্সিলের সঙ্গে কাজ করবেন এবং সরকারের কাছে রিপোর্ট করবেন। মেয়র ও কাউন্সিলের সব ক্ষমতা যথারীতি বজায় থাকবে। উন্নতির জন্য বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে, সেটি হলো ট্রান্সফরমেশন অ্যাডভাইজরি বোর্ড, যার সভাপতিত্ব করছেন মেয়র লুৎফর রহমান।

কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা এলজিএ (লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন) থেকে প্রাপ্ত ইতিবাচক সমকক্ষ পর্যালোচনা (পিয়ার রিভিউ) এবং ইনভেস্টরস ইন পিপল পরিদর্শনের উন্নত সিলভার রেটিংকে আরও এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের দূতের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ হিসেবে আমাদের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই প্রতিবেদনে (বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্ট) যে বিষয়গুলোর জন্য কাউন্সিলের প্রশংসা করা হয়েছে সেগুলো হচ্ছে– কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা; আর্থিক স্থিতিশীলতা অর্জন; বেশিরভাগ সার্ভিসে সন্তোষজনক এবং কিছু ক্ষেত্রে উন্নত কর্মদক্ষতা প্রদর্শন এবং যেখানে দুর্বলতা দেখা দিয়েছে সেখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রান্সফর্মেশন অ্যাডভাইজরি বোর্ডের মাধ্যমে বাইরের চ্যালেঞ্জ ও সহায়তা ব্যবস্থা স্থাপন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা।

বিবৃতিতে বলা হয়, কাউন্সিল হিসেবে আমরা বিশ্বাস করি যে, বাহ্যিক পর্যালোচনা আমাদের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টাওয়ার হ্যামলেটস হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল এবং ঘনবসতিপূর্ণ স্থান।  লন্ডনের সবচেয়ে বেশি তরুণ বয়সী জনগোষ্ঠীর বাস এখানে।

জনপ্রিয়