ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৩৯, ১৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড

আমেরিকার কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) নিয়োগ করলেন নব–নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেয়া হয় বলে এক প্রতিবেদেন জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়।

২০২২ খ্রিষ্টাব্দে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে ২০২০ খ্রিষ্টাব্দে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।

গত আগস্টে ফ্লরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তার পর জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে ‘রানিং মেট’ হিসাবে তাঁকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

তবে গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটজেকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

দুই দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসী। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। ২০০৫ খ্রিষ্টাব্দে 'কমব্যাট মেডিক্যাল ব্যাজ' পেয়েছিলেন। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো তাঁর বিশেষ অভিজ্ঞতা নেই। সরকারে কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না।

জনপ্রিয়