ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শ্রীলঙ্কার নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলাফল শুক্রবার

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৭:২০, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:২৭, ১৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

শ্রীলঙ্কার নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলাফল শুক্রবার

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। শুক্রবার সকালের দিকে নির্বাচনের ফলাফল জানা যেতে পারে।

২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের আইন প্রণেতাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করতে ভোট দিচ্ছেন প্রায় ১ কোটি ৭০ লাখ শ্রীলঙ্কান।  প্রতিদ্বন্দ্বিতা করছেন  ৮ হাজার ৮৮০ জনের বেশি প্রার্থী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২২টি নির্বাচনী জেলায় রেকর্ড ৬৯০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র নিহাল তাল্দুওয়া। দেশব্যাপী ১৩ হাজার ৪০০টিরও বেশি ভোটকেন্দ্রে ৭ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়।

শ্রীলঙ্কায় ২০২০ খ্রিষ্টাব্দের আগস্টে পাঁচ বছর মেয়াদে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। কারণ ভেঙে দেয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) আসন ছিল মাত্র তিনটি।

বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন ৫৫ বছর বয়সী অনূঢ়া দিশানায়েকের জন্য একটা ‘পরীক্ষা’। পার্লামেন্টে তার জোটের আসন বাড়লে তা তাকে শক্তিশালী করবে। তখন তিনি তার অর্থনৈতিকসহ অন্যান্য নীতি বাস্তবায়নে গতি আনতে সক্ষম হবেন। আর নির্বাচনের ফলাফল আশানুরূপ না হলে তা অনূঢ়ার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করতে পারে।

কলম্বোর একটি উপশহরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ৩২ বছর বয়সী উমেশি পেরেরা বলেন, ‘আমার মনে হয় আমরা শ্রীলঙ্কায় ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের প্রথম লক্ষণগুলো দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচনের পর তাকে সেই পরিবর্তন চালিয়ে যাওয়ার সুযোগ দেয়া উচিত।’

বিশ্লেষকরা আরো বলছেন, অনূঢ়া দিশানায়েকের জোট গুরুত্বপূর্ণ সমর্থন অর্জনের সম্ভাবনা রয়েছে, তবে প্রতিপক্ষ জয়ী হলে দেশের জন্য অচলাবস্থার সৃষ্টি হতে পারে যা শ্রীলঙ্কা এখন সহ্য করতে পারবে না।

শ্রীলঙ্কার পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি জাতীয়ভিত্তিক আসন । এগুলো রাজনৈতিক দলগুলো পায় ১৯৬ আসনে প্রাপ্ত ভোটের হিস্যা অনুযায়ী। রাজনৈতিক দলগুলোকে ভোটের আগেই এই ২৯ আসনের প্রার্থীদের অগ্রাধিকারভিত্তিক নামের তালিকা দিতে হয়। তবে পরে এই তালিকায় নতুন নামও দেওয়া যায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়েছে এবং শুক্রবারের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

২০২২ খ্রিষ্টাব্দে অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় বহুগুণ। প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির বিক্ষুব্ধ জনগণ। বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে দেশ থেকে পালান। এর প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন অনূঢ়া দিশানায়েকে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন।

শ্রীলঙ্কায় সাধারণত প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার অধিকারী হলেও, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নিয়োগ এবং কর কমানো, স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দিশানায়েককে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

জনপ্রিয়