ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৪:০৬, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৭, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে রাইট। খবর রয়টার্সের

শনিবার (১৬ নভেম্বর) নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানিমন্ত্রী নির্বাচিত করেন।

লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। 

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের বিরোধিতায় পাশে থাকবেন ক্রিস। তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গে তুলনা করেছেন তিনি।

নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যেও নেই।’

ক্রিসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই; বরং তিনি দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনার জন্য আরো জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপকভাবে লেখালেখি করেছেন।

জনপ্রিয়