ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভাকে হ*ত্যার ষড়যন্ত্র, ৪ সেনা গ্রেফতার

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৪৯, ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৯, ২০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভাকে হ*ত্যার ষড়যন্ত্র, ৪ সেনা গ্রেফতার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনায় অংশ নেয়ার অভিযোগে ৪ জন সেনাসদস্য ও ১ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানান, সন্দেহ করা হচ্ছে ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন। 

বিবিসি বলছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ২ সপ্তাহ আগে লুলা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট রানিং মেট জেরাল্ডো অ্যলেকমিনকে হত্যা পরিকল্পনা সাজিয়েছিলেন সেনাসদস্যরা।

২০২২ এর অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে জাইর বলসেনারো কে সামান্য ব্যবধানে পরাজিত করেন লুলা। তার পরেই বলসেনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলোতে ভাঙচুর করে। যদিও তিনি কখনোই তার পরাজয় মেনে নেননি।

ব্রাজিলের ফেডারেল পুলিশ জানিয়েছেন, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এসব সেনাসদস্যরা লুনা এবং রানিং মেট জেরাল্ডোকে হত্যার পাশাপাশি ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক সদস্যকেও গ্রেফতার ও হত্যা চেষ্টা করেছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ব্রাজিলে চলমান জি-২০ এর নিরাপত্তা অভিযানে অংশ নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

জনপ্রিয়