ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

১২৪ দেশে গেলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

১২৪ দেশে গেলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

গাজায় সন্দেহভাজন যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আইসিসির এ আদেশের পর রোম চুক্তির আওতায় ১২০টিরও বেশি দেশ এ দুইজনকে গ্রেফতার করতে বাধ্য।

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুত্তাব সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘আইন অনুযায়ী আইসিসির সদস্য দেশগুলো গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। মানুষ আইন মানবে, এমন ধারণার ওপর ভিত্তি করেই আইন প্রণয়ন করা হয়। এভাবেই সমস্ত আইন তৈরি করা হয়।’ 

দেশগুলো যে আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করবে না, তার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। কুত্তাব উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নসহ ইসরায়েলের অনেক মিত্র দেশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

যদিও নেতানিয়াহু এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন এবং এ রায়কে ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছেন।

আইসিসির পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্ট যেসব দেশে গ্রেফতার হতে পারেন সেগুলো হলো:

১. আফগানিস্তান

২. আলবানিয়া

৩. অ্যান্ডোরা

৪. অ্যান্টিগুয়া ও বার্বুডা

৫. আর্জেন্টিনা

৬. আর্মেনিয়া

৭. অস্ট্রেলিয়া

৮. অস্ট্রিয়া

৯. বাংলাদেশ

১০. বার্বাডোস

১১. বেলজিয়াম

১২. বেলিজ

১৩. বেনিন

১৪. বলিভিয়া

১৫. বসনিয়া ও হার্জেগোভিনা

১৬. বতসোয়ানা

১৭. ব্রাজিল

১৮. বুলগেরিয়া

১৯. বুর্কিনা ফাসো

২০. কেপ ভার্দে

২১. কম্বোডিয়া

২২. কানাডা

২৩. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

২৪. চাদ

২৫. চিলি

২৬. কলম্বিয়া

২৭. কমোরোস

২৮. কঙ্গো

২৯. কুক দ্বীপপুঞ্জ

৩০. কোস্টা রিকা

৩১. আইভরি কোস্ট

৩২. ক্রোয়েশিয়া

৩৩. সাইপ্রাস

৩৪. চেক রিপাবলিক

৩৫. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

৩৬. ডেনমার্ক

৩৭. জিবুতি

৩৮. ডোমিনিকা

৩৯. ডোমিনিকান প্রজাতন্ত্র

৪০. ইকুয়েডর

৪১. এল সালভাদর

৪২. এস্তোনিয়া

৪৩. ফিজি

৪৪. ফিনল্যান্ড

৪৫. ফ্রান্স

৪৬. গ্যাবন

৪৭. গাম্বিয়া

৪৮. জর্জিয়া

৪৯. জার্মানি

৫০. ঘানা

৫১. গ্রীস

৫২. গ্রানাডা

৫৩. গুয়াতেমালা

৫৪. গিনি

৫৫. গায়ানা

৫৬. হন্ডুরাস

৫৭. হাঙ্গেরি

৫৮. আইসল্যান্ড

৫৯. আয়ারল্যান্ড

৬০. ইতালি

৬১. জাপান

৬২. জর্ডান

৬৩. কেনিয়া

৬৪. কিরিবাতি

৬৫. লাটভিয়া

৬৬. লেসোথো

৬৭. লাইবেরিয়া

৬৮. লিচেনস্টাইন

৬৯. লিথুয়ানিয়া

৭০. লুক্সেমবুর্গ

৭১. মাদাগাস্কার

৭২. মালাউই

৭৩. মালদ্বীপ

৭৪. মালি

৭৫. মাল্টা

৭৬. মার্শাল দ্বীপপুঞ্জ

৭৭. মরিশাস

৭৮. মেক্সিকো

৭৯. মঙ্গোলিয়া

৮০. মন্টিনিগ্রো

৮১. নামিবিয়া

৮২. নাউরু

৮৩. নেদারল্যান্ড

৮৪. নিউজিল্যান্ড

৮৫. নাইজার

৮৬. নাইজেরিয়া

৮৭. উত্তর ম্যাসেডোনিয়া

৮৮. নরওয়ে

৮৯. পানামা

৯০. প্যারাগুয়ে

৯১. পেরু

৯২. পোল্যান্ড

৯৩. পর্তুগাল

৯৪. দক্ষিণ কোরিয়া

৯৫. মলদোভা

৯৬. রোমানিয়া

৯৭. সেন্ট কিটস ও নেভিস

৯৮. সেন্ট লুসিয়া

৯৯. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ

১০০. সামোয়া

১০১. সান মারিনো

১০২. সেনেগাল

১০৩. সার্বিয়া

১০৪. সেশেলস

১০৫. সিয়েরা লিওন

১০৬. শ্লোভাকিয়া

১০৭. শ্লোভেনিয়া

১০৮. দক্ষিণ আফ্রিকা

১০৯. স্পেন

১১০. ফিলিস্তিন

১১১. সুরিনাম

১১২. সুইডেন

১১৩. সুইজারল্যান্ড

১১৪. তানজানিয়া

১১৫. তাজিকিস্তান

১১৬. পূর্ব তিমুর

১১৭. ত্রিনিদাদ ও টোবাগো

১১৮. তিউনিসিয়া

১১৯. উগান্ডা

১২০. যুক্তরাজ্য

১২১. উরুগুয়ে

১২২. ভানুয়াতু

১২৩. ভেনিজুয়েলা

১২৪. জাম্বিয়া

জনপ্রিয়