সদ্য জয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সেনাবাহিনীতে চাকরি করা নিষিদ্ধ করার উদ্যোগ নিতে চলেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১৫,০০০ ট্রান্সজেন্ডার সেনাসদস্য তাদের পদ হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অনুযায়ী, ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের সামরিক সেবা থেকে “বিশেষ মেডিকেল ডিসচার্জ” দেওয়া হবে।
সূত্র জানিয়েছে, কর্মীদের বাধ্যতামূলকভাবে অপসারণ করা হবে। পাশাপাশি তাদের সেনাবাহিনীতে যোগদানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প সম্প্রতি সামরিক নেতৃত্বের সমালোচনা করে তাদের “দুর্বল” বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে তারা যুদ্ধের প্রস্তুতির চেয়ে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথ ইতোমধ্যেই সেনাবাহিনীর বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের বিরুদ্ধে তার কট্টর মনোভাব প্রকাশ করেছেন। হেগসেথ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর সামাজিক ন্যায়বিচারের প্রভাব নিয়ে কথা বলেছেন এবং দাবি করেছেন যে এটি সামরিক নিয়োগে বাধা সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ সেনাবাহিনীর কার্যকারিতা এবং বৈচিত্র্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এই বিষয়ে ট্রাম্পের দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।