ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঘূর্ণিঝড় ফিনজাল: ভারতে ৩, শ্রীলঙ্কায় ১৫ জনের মৃ*ত্যু 

আন্তর্জাতিক

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১১, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ঘূর্ণিঝড় ফিনজাল: ভারতে ৩, শ্রীলঙ্কায় ১৫ জনের মৃ*ত্যু 

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ভারতে তিনজন ও শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যু হয়েছে । এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হচ্ছে।  

স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

এরইমধ্যে তামিলনাড়ু র‍াজ্যটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। স্থানীয় সময় রোববার ভোর চারটা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল। 

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে। কর্মকর্তারা জানান, শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

জনপ্রিয়