ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় নি*হত ১৯

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:০৭, ২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় নি*হত ১৯

ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলংকায় অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারি বৃষ্টির মধ্যে ভারতের তামিল নাডু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

শনিবার ফিনজাল বঙ্গোপসাগর থেকে ভারতের দক্ষিণাঞ্চলের পূর্ব উপকূল অতিক্রম করে স্থলে উঠে আসে। এছাড়াও ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয়। যার প্রভাবে ভারতে তিনজন ও প্রতিবেশী শ্রীলংকায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।

রোববার ভারতের আবহাওয়া দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে একদিনে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। তুমুল বৃষ্টিতে তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন অংশ ডুবে গেছে। শনিবার রাজ্যতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল, কিন্তু রোববার ভোর থেকে চলাচল ফের শুরু হয়েছে বলে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানায়, ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির মধ্যে রাস্তাগুলো পানিতে ডুবে ছিল আর লোকজনকে উদ্ধার করতে নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি পুদুচেরির কাছ দিয়ে অতিক্রম করে যাওয়ায় সেখানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে চেন্নাইয়ে বৃষ্টি অনেকটা কমে এসেছে।

কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে শ্রীলংকায় মোট এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জনপ্রিয়