বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে রোববার (১ ডিসেম্বর) বাইডেন তাঁর ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার।
বাইডেনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার জো হান্টারকে ক্ষমা করেছেন। হান্টারকে করা ক্ষমার মধ্যে কি জে-সিক্স (২০২১ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা) বন্দীরাও অন্তর্ভুক্ত, যাদের বছরের পর বছর ধরে কারাগারে রাখা হয়েছে? এটি বিচারব্যস্থার অপব্যবহার ও গর্ভপাতের শামিল!’
আরো পড়ুন: বিদায় বেলায় ছেলেকে শাস্তি থেকে বাঁচিয়ে দিলেন প্রেসিডেন্ট বাইডেন
জে সিক্স বলতে মূলত ট্রাম্প ২০২১ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় কারাবন্দীদের কথা উল্লেখ করেছেন।
দুটি ফৌজদারি অপরাধে দোষী হান্টার বাইডেন। এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন। তবে এসব অপরাধে তাঁর কারাদণ্ড হয়নি।
গত সেপ্টেম্বর মাসে কর ফাঁকির মামলায় হান্টার বাইডেনের ১৭ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বন্দুক–সংক্রান্ত আলাদা মামলায় তাঁর ২৫ বছরের কারাদণ্ড হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাইডেনের ছেলে হান্টারের শাস্তি ঘোষণার কথা ছিলো। কিন্তু তার আগেই হান্টারকে ক্ষমার ঘোষণা দিলেন জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট।