ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিচারককে মামলা তুলে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:০০, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০১, ৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বিচারককে মামলা তুলে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের আদালতে আবেদন জানিয়েছেন যে, ট্রাম্পের বিরুদ্ধে পর্নস্টারকে ঘুষ দেয়ার যে মামলা আছে, যাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তা ফিরিয়ে নেয়া হোক। অর্থাৎ ট্রাম্পকে ওই মামলা থেকে রেহাই করা হোক।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বস্তুত ছেলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেয়ার পরেই এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। এরপর তিনি প্রেসিডেন্টের অফিসে বসে কাজ করবেন। তার মাথার ওপর এই মামলাটি ঝুলে থাকলে প্রেসিডেন্ট হিসেবে তার কাজের ক্ষতি হতে পারে। সে কারণেই মামলাটি সরিয়ে নেওয়া উচিত।

ট্রাম্পের বিরোধী আইনজীবীরা অবশ্য এই যুক্তির সঙ্গে সহমত হতে পারেননি। তাদের বক্তব্য, ট্রাম্পের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন, তার কোনো বাস্তবতা নেই।

ম্যানহাটানে গত মাসে বিচারপতি জুয়ান মারচান বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে শাস্তি ঘোষণা হবে, তা আপাতত পিছিয়ে দেয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। কারণ, প্রেসিডেন্ট হয়ে অফিস গুছিয়ে নিতে তার সময় লাগবে। আইনজীবীরা আবেদন করেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হলে তাকে শাস্তি দেয়া হোক। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাইছেন মামলাটিই খারিজ করে দেয়া হোক।

ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের প্রসঙ্গ তাদের মন্তব্য তুলে ধরেছেন। তাদের বক্তব্য, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জো বাইডেন তার ছেলেকে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ক্ষমা করে দিয়েছেন। একইভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ট্রাম্পের মামলাটিও খারিজ করে দেয়া উচিত।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল পর্ন স্টার স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য তিনি এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। ২০১৬ খ্রিষ্টাব্দের নির্বাচনের আগে এ কাজ তিনি করেছিলেন। ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। সে কথা ড্যানিয়েল যাতে প্রকাশ্যে না বলেন, সে জন্যই ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। আদালত এই ঘটনাকে অপরাধ হিসেবেই দেখেছিল। এবং ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল।
 

জনপ্রিয়