ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

সামরিক আইন জারির ঘোষণায় তীব্র তোপের মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। ব্যাপক সমালোচনার মুখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে দুঃখ প্রকাশ করেন তিনি। 

দ্বিতীয়বার মার্শাল ল’ জারির গুঞ্জনও উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ইয়ুন বলেন, আমি অত্যন্ত দুঃখিত। যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায় এড়াব না। দ্বিতীয়বার আর মার্শাল ল’ জারি করবো না।

প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন কিনা সেই সিদ্ধান্তও তার দল নেবে বলে জানিয়েছেন এই নেতা। বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি ক্ষমতায় থাকবো কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আমার দলের ওপর ছেড়ে দিলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার অজুহাতে মার্শাল ল’ জারি করেন ইয়ুন সুক ইয়োল। অবশ্য, তীব্র বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মাত্র ছয় ঘণ্টা পরই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি।

জনপ্রিয়