সামরিক আইন জারি করার চেষ্টার অভিযোগে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক-ইওলের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
আজ (১১ ডিসেম্বর) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ইউন তার সামরিক আইন প্রতিষ্ঠার চেষ্টার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তবে তার পদত্যাগের দাবিতে জোরালো প্রতিবাদ সত্ত্বেও তিনি এখনো পদত্যাগে রাজি হননি।
গত সপ্তাহে সামরিক আইন ঘোষণার উদ্যোগের কারণে প্রেসিডেন্ট ইউন এবং তার সমর্থকরা বিদ্রোহের অভিযোগের মুখোমুখি হয়েছেন। তাদের বিরুদ্ধে যাতায়াত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সামরিক আইন ঘোষণা করার দায়িত্বে থাকা সাউথ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আটক অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এক বিচার মন্ত্রণালয় কর্মকর্তা সংসদে জানিয়েছেন।
গত সপ্তাহে প্রেসিডেন্টের অভিশংসনের একটি উদ্যোগ ব্যর্থ হয়েছে, কারণ প্রেসিডেন্টের দলের কিছু সদস্য ভোট বয়কট করেন, যা অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বাধা সৃষ্টি করেছে।
অবশ্য, বিরোধী দল আবারো এই সপ্তাহান্তে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট করার পরিকল্পনা করেছে এবং তারা প্রতি শনিবারে অভিশংসন প্রস্তাব তুলবেন যতক্ষণ না প্রেসিডেন্ট ইউন পদত্যাগ করেন।