ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভিসা নীতি শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৪:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ভিসা নীতি শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

এইচ-১বি ভিসার জন্য নিয়ম শিথিল নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরো সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এইচ-১বি ভিসার নীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারাও চাইলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।

হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এইচ-১বি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা। যা মার্কিন কোম্পানিগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ করতে দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।

জনপ্রিয়