ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কঙ্গনার নিশানায় পড়েছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১২:৩৬, ২০ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

কঙ্গনার নিশানায় পড়েছেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘জিম’ ট্রেনারের সঙ্গে তুলনা করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশির জোর দেখান বলে জানিয়েছেন অভিনেত্রী।

কঙ্গনা রানাউতের নিশানায় পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদের অন্দরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি থেকেই এর সূত্রপাত। এর জেরে সংসদের মধ্যেই বিজেপি সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। 

ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এ কংগ্রেস নেতা। এ বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা।

রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করে কঙ্গনা বলেন, খুব লজ্জাজনক। আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের (কংগ্রেস) হিংসা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা।

কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এ লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই।

ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেডকর-মন্তব্য থেকে। এ দিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সংসদ সদস্য এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পর ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তার পর আহত সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। 

ষড়ঙ্গী বলেন, রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।

জনপ্রিয়